অযাচিত অভিলাষ
– ইভা আলমাস
ছোট্ট দীঘি টলমলে জলে ভরে আছে দেখো
নামতে চেয়োনা ভুলেও তাতে
জোয়ারে প্লাবিত হবে তুমি ।
ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে
পারবেনা তীর ছুঁতে ;
বিন্দু বিন্দু প্রপাতের জল
ভাসিয়ে নিবে তোমায়
ফেরার সুযোগ রইবেনা আর।
শুকনো মরুময় জীবনে তোমার
চেয়েছিলে অনির্বাণ অরণ্য
ভালবাসার জলাধার
তোমার জমিন করেছে
আজ শ্যামলিমা আর
ফুলে ফুলে সু শোভিত ।
বিনিময়ে পেলাম শুধুই
তীক্ষ্ণ ফলার ছুরিকাঘাত!
যন্ত্রণার পাখি আজ ক্ষতবিক্ষত ;
সবুজ ভালবাসার শরীরজুড়ে
শুধুই অশ্রুর লোনা জল !
(লিখে পাঠান আপনার স্বরচিত কবিতা, ছড়া, ছোট গল্প বা প্রবন্ধ। লিখুন news@dhakacrime.com এই মেইলে)
