সেলিম তাক্কু, কুষ্টিয়া থেকে; মহান স্বাধীনতার স্থপতি মুক্তিযুদ্ধের অবিসাংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য ভাবগাম্ভীর্য মর্যাদায় পালনের উদ্দেশে কুষ্টিয়ায় জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, চেম্বার অব কমার্স, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা শ্রেনী-পেশার মানুষের পক্ষ থেকে শোক র্যালী ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন ছাড়াও নানা কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ৮টায় শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেটস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুরস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করে।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।