যশোর জেলা প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছায় দলীয় কোন্দলের জেরে খুন হওয়া ছাত্রলীগ কর্মী মিলন হোসেনের (২৬) লাশ নিয়ে মিছিল হয়েছে। মিছিল থেকে খুনিদের অবিলম্বে আটক করে শাস্তির দাবি জানানো হয়েছে।আজ রোববার দুপুরে যশোর-২ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলামের নেতৃত্বে ঝিকরগাছা পৌর শহরে এই বিক্ষোভ মিছিল হয়।
বিজয় দিবসের অনুষ্ঠান থেকে বাড়িতে ফেরার পথে গতকাল শনিবার দুপুরে পৌরসভার কৃষ্ণনগর এলাকার পূজামণ্ডপের পাশে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মিলন হোসেন গুরুতর আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরে তিনি মারা যান। নিহত মিলন ঝিকরগাছা পৌরসভার কাটাখাল গ্রামের আলম হোসেনের ছেলে।
