ঢাকা: প্রধানমন্ত্রী আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের দাবি সঠিকভাবে মূল্যায়ন না করে ক্ষোভের বশবর্তী হয়ে কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী আহমেদ।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের জন্য আন্দোলন করছে না, তারা আন্দোলন করছে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে। কিন্তু গতকাল জাতীয় সংসদে এই কোটা বাতিলের কথা বলে প্রধানমন্ত্রী গোটা জাতিকেই হতাশ করেছেন।’
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আব্দুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, সেলিমুজ্জামান সেলিম, আব্দুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু প্রমুখ।